Apan Desh | আপন দেশ

ক্যাম্পে যোগ দিলেন মোহামেডানের ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:০৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ক্যাম্পে যোগ দিলেন মোহামেডানের ফুটবলাররা

ফাইল ছবি

অবশেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন মোহামেডানের ফুটবলাররা। আগের দিন অন্যেরা ক্যাম্পে রিপোর্ট কলেও ২৪ ঘন্টার মধ্যেই ফুটবলারদের ছেড়ে দেয় সাদা কালোরা। ফলে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ডাক পাওয়া মোহামেডানের ছয়জনের মধ্যে চারজন সুজন হোসেন, রহমত মিয়া, শাকিল আহাদ ও জাহিদ হোসেন হোটেলে উঠেন। 

তবে চোট থাকায় মেহেদী হাসান ও জ্বরে পড়ায় সুমন রেজা একদিন পর ক্যাম্পে ফিরবেন বলে জানান মোহামেডানের ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব। তিনি বলেন, আমরা ফুটবলাররে ক্যাম্পে যোগ দিতে বলেছি। চারজন আজ (গতকাল) এবং দুই জন পরদিন ক্যাম্পে যোগ দেবে। 

আরও পড়ুন<<>>আগে জায়ানের সামর্থ্য দেখতে চান কাবরেরা 

আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে দুই ম্যাচের জন্য প্রথমে ২৮জনকে ডেকেছিলেন জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হারিভয়ের কাবরেরা। যেখানে মোহামেডনের পাঁচজন ফুটবলার ছিলেন। পরে অবশ্য কোচ সে বহরে ডাকেন মোহামেডানের জাহিদ হোসেন শান্তকেও।

ঘরের মাঠে ৯ অক্টোবর হোম ম্যাচ খেলার পর ১৪ অক্টোবর হংকং চায়নায় গিয়ে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে হোম ম্যাচটি খেলবে লাল সবুজদের দল। গত মার্চে তাদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করে লাল সবুজেরা। 

বাছাইপর্বের শেষ ম্যাচটি হবে আগামী বছরের ৩১ মার্চ, সিঙ্গাপুরের বিপক্ষে তাদেরই মাটিতে। ‘সি’ গ্রুপ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিঙ্গাপুর। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং চায়না। তিনে ও চারে থাকা বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান একটি করে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়