Apan Desh | আপন দেশ

ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

ফাইল ছবি।

এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে পাকিস্তান-ভারত ক্রিকেট যুদ্ধ।

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

হাইভোল্টেজ এ ম্যাচে টস জিতেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। তবে গ্রুপ পর্ব ও সুপার ফোরের মতো ফাইনালেও টসের পর হাত মেলালেন না দুই দলের অধিনায়ক।

আরওপড়ুন<<>>আবারও বাংলাদেশের হার, শিরোপা জিতল ভারত

এর আগে টি–টোয়েন্টির এক নম্বর দল ভারত গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে ছয় ম্যাচেই অপরাজিত দলটি। গ্রুপ পর্ব ও সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে পাকিস্তান। সে সমীকরণে শিরোপার লড়াইয়ে এগিয়ে আছে ভারত। তবে জয়ের জন্য মুখিয়ে আছে পাকিস্তানও।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরাহ।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আগা (অধিনায়ক), হোসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ, হারিস রউফ ও আবরার আহমেদ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়