Apan Desh | আপন দেশ

আবারও বাংলাদেশের হার, শিরোপা জিতল ভারত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আবারও বাংলাদেশের হার, শিরোপা জিতল ভারত

ছবি: সংগৃহীত

এবার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নাটকীয় ফাইনালে ভারতে কাছে হেরেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র ছিল। শেষ পর্যন্ত টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। টাইব্রেকারে ৪-১ গোলে বাংলাদেশকে পরাজিত করে শিরোপা জিতেছে ভারত।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির পরতে পরতে ছিল নাটকীয়তা। তবে সকল উত্তেজনা যেন খেলার অন্তিম মুহূর্তের জন্য অপেক্ষায় ছিল। ভারত ২-১ গোলে এগিয়ে নির্ধারিত ৯০ মিনিট শেষে। ৫ মিনিট ইনজুরি সময়। সেটাও পেরিয়ে গেছে। একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ ডান প্রান্ত থেকে থ্রো ইন পায়। লম্বা থ্রো ইনে বক্সে জটলার মধ্যে বাংলাদেশ প্লেসিংয়ে গোল করলে ভারতের খেলোয়াড়রা স্তব্ধ হয়ে পড়েন। বাংলাদেশের ডাগ আউটে উল্লাস শুরু হয় সমতার।

এরমধ্যে রেফারি খেলা শেষের বাঁশি বাজান। ফলে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে সরাসরি টাইব্রেকার। ভারত প্রথম তিন শটের তিনটি গোল করে। বাংলাদেশ প্রথম দুই শট মিসের পর তৃতীয় শট গোল করে। ভারত চতুর্থ শটে গোল পাওয়ায় ম্যাচের সমাপ্তি হয়।

আরওপড়ুন<<>>নির্বাচনে দাঁড়াচ্ছেন গায়ক আসিফ আকবর

শ্রীলঙ্কার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে ছিল। তিন মিনিটে গোল পায় ভারত। মাঝমাঠে ফ্রি-কিক আটকাতে সবাই বক্সের সামনে মানব প্রাচীর তৈরি করলেও ভারত বামপ্রান্তে থ্রো বল বাড়ায়। সেখান থেকে ক্রস বল জালে জালে জড়ায় ভারত।

২৪ মিনিটে ম্যাচে সমতা ফেরে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের বক্সের বাইরে থেকে নেয়া দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভারতের গোলরক্ষক। এরপর কর্নার থেকে দূরের পোস্টে বল পাঠান ফয়সাল। হেডে আরেক পোস্টে বল দেন আজিম খান। সেখানে থাকা মানিক মিয়া হেডে বল জড়ান জালে।

৩৭ মিনিটে আবারও ডিফেন্ডারদের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভারতের আক্রমণ প্রথম দফা গোলরক্ষক আলিফ আটকে দিলেও, ক্লিয়ার না হওয়ায় বল যায় ভারতীয় ফুটবলারের পায়ে। ডিফেন্ডার ইকরামুল ইসলাম গোল লাইন থেকেও ক্লিয়ার করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোলের জন্য মরিয়া ছিল। একাধিক আক্রমণ করেছে শুরু থেকে। তবে ভারতের দু’টি আক্রমণ ক্রসবারে লেগে ফেরত আসে। শেষ দশ মিনিট বাংলাদেশ ভারতের বক্সের সামনেই বল রেখেছিল। একটি পেনাল্টির জোরালো আবেদন করেছিল। রেফারির দৃষ্টি এড়িয়ে গেছে। বাংলাদেশের আরেকটি আক্রমণ ঠেকাতে বক্সের সামনে আসেন ভারতের গোলরক্ষক। এটা হ্যান্ডবল হলেও রেফারি দেননি। এরপরও বাংলাদেশ একেবারে অন্তিম মুহূর্তে গোল পেয়ে পুরো নাটকীয় মুহূর্ত উপহার দেয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মোহাম্মদপুরে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার ১৭ বছর পর মুক্তি পেয়ে নির্বাচনী মাঠে বাবর দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে: আমীর খসরু রাজধানীসহ আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচন নিয়ে আর ধোঁয়াশা নেই, সবার উচিৎ সরকারকে সহযোগিতা করা: নুর জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানতে রাজি বিএনপি গণভোট–নির্বাচন একসঙ্গে মানে প্রতারণা: জামায়াতসহ ৮ দল রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে ঢাবি শিক্ষক আটক মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩ ট্রাম্পের কাছে ক্ষমা চািইল বিবিসি আর্জেন্টিনাকে রাতে আতিথ্য দেবে অ্যাঙ্গোলা