Apan Desh | আপন দেশ

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৬৯ রান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:২৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৬৯ রান

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ব্যাট হাতে ভারত ৬ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করেছে। ফলে এশিয়া কাপের ফাইনালে যেতে টাইগারদের প্রয়োজন ১৬৯ রান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলি অনিক। নিয়মিত অধিনায়ক লিটন দাস ইনজুরিতে থাকায় আজ ভারতের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের।

টুর্নামেন্টের শুরু থেকে অপরাজেয় ভারত আজ ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে বেশ চাপে ছিল। তিন ওভারে ভারতের লাগাম ধরে রাখে বাংলাদেশ ক্রিকেট দল। ইনিংসের প্রথম ৩ ওভারে ভারত ১৭ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। পরের তিন ওভারে ঝড় তোলেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল।

নাসুম আহমেদের করা চতুর্থ ওভারে ২১ রান আদায় করে ভারত। পঞ্চম ওভারে মোস্তাফিজ খরচ করেন ১৭ রান। ষষ্ঠ ওভারে সাইফউদ্দিনও ১৭ রান খরচ করেন। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ভারত কোনো উইকেট না হারিয়ে ৭২ রান স্কোর বোর্ডে জমা করে।

আরওপড়ুন<<>>নতুন অধিনায়ক জাকের, দলে ৪ পরিবর্তন

সপ্তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলে খরচ করেন ৪ রিশাদ হোসেন। দ্বিতীয় ডেলিভারি ওয়াইড দিয়ে পরের বলে শুভমান গিলের উইকেট তুলে নেন রিশাদ। তার আগে ১৯ বলে দুই চার আর এক ছক্কায় ২৯ রান করেন শুভমান গিল।

এরপর নমব ওভারে বোলিংয়ে এসে রিশাদ ফেরান নতুন ব্যাটসম্যান শিবম দুবেকে। ১১.১ ওভারে দলীয় ১১৪ রানে রান আউট হয়ে ফেরেন অভিষেক শর্মা। তার আগে মাত্র ৩৭ বলে ৬টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৫ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা। তাকে রান আউটের ফাঁদে ফেলেন মোস্তাফিজ।

অভিষেক শর্মা আউট হওয়ার পর থেকে বেশ চাপের মধ্যে পড়ে যায় ভারত। ১০ ওভারে ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ৯৬ রান। খেলার এমন অবস্থায় মনে হয়েছিল স্কোর হয়তো ২০০ ছাড়িয়ে যাবে। তবে বাংলাদেশ এরপর ভারতের লাগাম টেনে রাখতে সক্ষম হয়। ১২তম ওভারে মাত্র ২ রান খরচ করে মোস্তাফিজুর রহমান ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে আউট করেন।

শেষ বলে আউট হওয়ার আগে হার্দিক পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান করেন। তার কারণেই ভারত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করতে সক্ষম হয়।

সুপার ফোরের প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাকে হারিয়েছে টিম টাইগাররা। আজ ভারতকে হারাতে পারলে সরাসরি ফাইনালে চলে যাবে বাংলাদেশ। তবে হারলে আগামীকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের বিপক্ষে জিততে হবে। টানা দুই ম্যাচে হারলে ফাইনালের আগে বিদায় নিতে হবে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়