Apan Desh | আপন দেশ

নতুন অধিনায়ক জাকের, দলে ৪ পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৫

নতুন অধিনায়ক জাকের, দলে ৪ পরিবর্তন

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় খেলায় ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের নুতন অধিনায়ক জাকের আলী অনিক। নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস ইনজুরিতে থাকায় আজকের ম্যাচে জাকেরকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া দলের আরও চার পরিবর্তন করা হয়েছে।

দলে নেই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান। তাদের পরিবর্তে দলে ফিরেছেন- পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের এ গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

আরওপড়ুন<<>>টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

এর আগে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাকে হারিয়েছে টাইগাররা।

আজ ভারতকে হারাতে পারলে ফাইনালে চলে যাবে টাইগাররা। তবে হারলে আগামীকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের বিপক্ষে জিততে হবে। টানা দুই ম্যাচে হারলে ফাইনালের আগে বিদায় নিতে হবে।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

আপন দেশ/এমএইচ  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়