Apan Desh | আপন দেশ

ভারতকে ১৭২ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২৫

ভারতকে ১৭২ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিল পাকিস্তান

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের এ রোমাঞ্চকর লড়াইয়ে টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭১ রাানর চ্যালেঞ্জিং স্কোর করেছে পাকিস্তান। ফলে জয়ের জন্য ভারতের জন্য প্রয়োজন ১৭২ রান।

রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত।

আরওপড়ুন<<>>আজও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক!

পাকিস্তানের হয়ে ৪৫ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার শাহিবজাদা ফারহান।

৮ বলে দুটি ছক্কা আর এক চারে ২০ রানের অপরাজিত ইনিংস খেলেন ফাহিম আশরাফ। ১৩ বলে এক ছক্কাখয় ২১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সালমান আলি আগা।১৯ বলে ২১ রান করেন মোহাম্মদ নওয়াজ। ১৭ বলে ২১ রান করেন সাইম আইয়ুব।

ভারতের হয়ে ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট নেন শিবম দুবে। ১টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়