Apan Desh | আপন দেশ

আজও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:২৫, ২১ সেপ্টেম্বর ২০২৫

আজও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক!

ছবি- এএফপি

এশিয়া কাপের সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের এ রোমাঞ্চকর লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান।

রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ভারত। কিন্তু আজকে ম্যাচেও টসের পর হাত মেলাননি দুই দলের অধিনায়ক।

এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সে ম্যাচে পাকিস্তান হেরে মাঠ ছেড়েছিল, আর ভারতীয় ক্রিকেটাররা তখন হাত না মিলিয়েই সাজঘরে ফিরেছিলেন। যা নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে।

তবে ধারণা করা হচ্ছিল- আজকে সুপার ফোরে হাত মেলাতে পারে ভারত। কিন্তু এমনটা ঘটেনি। রোববার টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। এরপর ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর প্রশ্নের জবাব দিয়েই ড্রেসিং রুমে চলে যান তিনি।

আরওপড়ুন<<>>টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

এ সময় পাশে দাঁড়িয়ে থাকা পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি সূর্যকুমারকে। সালমান আলীও চুপছিলেন, পরে রবি শাস্ত্রীর প্রশ্নের জবাব দিতে এগিয়ে আসেন তিনি।

যদি আগেই জানা গিয়েছিল এ ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর পরামর্শ দিয়েছে আইসিসি। আইসিসির এ নির্দেশ মেনে নিয়েছে পাকিস্তান।

আইসিসির সিইও সংযোগ গুপ্তের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির বৈঠক হয়েছে। এরপর পাকিস্তান অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠক করেছেন নাকভি।  সেখানেই পাকিস্তানি ক্রিকেটারদের হাত না মেলানোর পরামর্শ দেয়া হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিল্পকলার মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে বদলি চুরি হওয়া বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ ফিলিপাইনে বাজেয়াপ্ত ৪ রাজনীতিবিদ নিয়ে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আজ সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ-অর্থপাচারের ২৩ বস্তা আলামত উদ্ধার আর্থিক খাতে স্বচ্ছতায় বাংলাদেশকে আট পরামর্শ যুক্তরাষ্ট্রের ইসরায়েলের গাজা দখলের যুদ্ধে আরও ৯১ ফিলিস্তিনির প্রাণহানি রোমাঞ্চকর জয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের