Apan Desh | আপন দেশ

ভোটের নতুন তারিখসহ বিসিবি’র তফসিল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৪, ২১ সেপ্টেম্বর ২০২৫

ভোটের নতুন তারিখসহ বিসিবি’র তফসিল ঘোষণা

ফাইল ছবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ০৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটি দুইদিন পিছিয়ে ০৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

রোববার (২১ সেপ্টেম্বর) তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তফসিল অনুসারে, সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাউন্সিলর মনোনয়ন সংগ্রহ শেষে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও আপত্তির ওপর শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)।

আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের পর বাছাই ও তালিকা প্রকাশ হবে ২৯ সেপ্টেম্বর। আপিল গ্রহণ, শুনানি, মনোনয়নপত্র প্রত্যাহার ও যাচাই-বাছাই শেষে ০১ অক্টোবর দুপুর ২টায় নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিসিবি নির্বাচনের ৩ সদস্যের নির্বাচন কমিশন।

আরওপড়ুন<<>>চীনে বাংলাদেশ অ্যাকাডেমি দলের উড়ন্ত সূচনা

০১ অক্টোবর বিকেল ৪টায় পোস্টাল ও ই-ব্যালটন বিসিবি ওয়েবসাইটে আপলোড করা হবে। ০৬ অক্টোবর দুপুর ২টার মধ্যে তা ডাকযোগে অথবা ই-মেইলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠাতে হবে।

আগামী ০৬ অক্টোবর রাজধানীর হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ৬টায় জানানো হবে কারা পরিচালক নির্বাচিত হলেন। এরপর পরিচালকরা সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন সন্ধ্যা সাড়ে ৭টা, যার ফলাফল আসবে রাত ৯টায়।

বিসিবি সংবিধান অনুযায়ী, ক্যাটাগরি-১ থেকে ঢাকার ক্লাবগুলো থেকে নির্বাচিত হন ১২ জন পরিচালক। তাদের ভোট দেন ৭৬ জন ক্লাব কাউন্সিলর। আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকেন ক্যাটাগরি-২ এ, যেখানে দেশের ৬৪ জেলা ও ৮টি বিভাগের কাউন্সিলরদের ভোটে ১০ জন পরিচালক নির্বাচিত হন।

এছাড়া ক্যাটাগরি-৩ এ ‘অন্যান্য প্রতিনিধি’ হিসেবে একজন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন বোর্ড পরিচালক মনোনীত হন। ২৫ জন পরিচালক পরবর্তীতে বেছে নেন বোর্ড সভাপতি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ‘অনুসন্ধানে বাধা দিলে তালিকা প্রকাশ করবে দুদক’ চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর ‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’ শেখ হাসিনাসহ ১৭ আসামির প্লট দুর্নীতি মামলার ১ ডিসেম্বর বগুড়ায় দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন জাতিকে একটি সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই: সিইসি কুয়ালালামপুরে সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ আটক ১২৪ অনলাইনে মেট্রোরেলের কার্ড রিচার্জ শুরু আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ পাকিস্তানের বিমান হামলায় ১০ আফগান নিহত