Apan Desh | আপন দেশ

চীনে বাংলাদেশ অ্যাকাডেমি দলের উড়ন্ত সূচনা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৯, ২১ সেপ্টেম্বর ২০২৫

চীনে বাংলাদেশ অ্যাকাডেমি দলের উড়ন্ত সূচনা

ছবি: বাফুফে

চীন সফরে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাডেমি দল। দেশটির লিজাংয়ে তিয়ানইউ লিওফাং অনূর্ধ্ব-১৭ আমন্ত্রিত ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে কিশোররা। স্বাগতিকদের সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছে লাল সবুজ দল।

রোববার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই এগিয়ে ছিল বাংলাদেশ। দলের হয়ে গোলের সূচনা করেন আশিক। দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটে তিনটি গোল করে ম্যাচে নিজেদের জয় নিশ্চিত করে  লাল-সবুজের সেনানিরা ।

আরও পড়ুন<<>>রোমাঞ্চকর জয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের

ম্যাচের ৫৪ মিনিটে তাহসান গোল করেন, পরের মিনিটে আশিক নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয়  গোল  করেন। আর ৫৯ মিনিটে হেদায়েতের গোল নিশ্চিত হয় বড় জয়।

টুর্নামেন্টে বাফুফে একাডেমি দলের গ্রুপে রয়েছে চীনের ইউহান দল ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭। সোমবার (২২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর গ্রুপের শেষ ম্যাচে খেলবে চীনের ইউহান দলের বিপক্ষে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়