
ছবি: সংগৃহীত
হংকংকে উড়িয়ে শুরু করলেও শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের সুপার ফোরের টিকিট নিয়ে শঙ্কা দেখা দেয় বাংলাদেশ শিবিরে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখে লাল সবুজ দল। এর পরে সামনে চলে আসে সমীকরণ। আফগান-লঙ্কা ম্যাচের ফলের ওপর নির্ভর করছিল টাইগারদের সুপার ফোর ভাগ্য। অবশেষে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে নিয়েই সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে জায়গা করে নিয়েছে। অপরদিকে, হংকং ও আফগানিস্তানকে হারালেও বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার জয়েই।
সমীকরণ বলছে, ছন্দে থাকা লঙ্কানরাই আজকের ম্যাচের ফেবারিট। তবে সাম্প্রতিক সময়ে লঙ্কানদের মাটিতে সিরিজ জয়ের অভিজ্ঞতা আত্মবিশ্বাস যোগাবে টাইগারদেরও।
আজকের ম্যাচে ওপেনিংয়ে নামতে পারেন তানজিদ হোসেন তামিম ও সাইফ হাসান। কারণ গ্রপ পর্বের ম্যাচে সঙ্গী হয়েছিলেন এ জুটি এবং সফলও হয়েছিলেন তারা। ৪০ বলে দুজন গড়েছিলেন ৬৩ রানের জুটি। সাইফ ২৮ বলে করেছিলেন ৩০ রান। সে কথা মাথায় রেখেই শ্রীলঙ্কার বিপক্ষেও এ জুটিকেই ওপেনিংয়ে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে প্রথম দুই ম্যাচে ব্যর্থ পারভেজ হোসেন ইমন একাদশের বাইরে থাকবেন।
আরওপড়ুন<<>>কড়া শাস্তি পেতে পারে পাকিস্তান, জানা গেল কারণ
তিন, চার ও পাঁচেও পরিবর্তনের সম্ভাবনা কম। ফর্মে থাকা অধিনায়ক লিটন দাস তিনে, চারে তাওহীদ হৃদয় ও পাঁচে শামীম হোসেন পাটোয়ারী। হৃদয় ঠিকঠাক ছন্দে না থাকলেও গত ম্যাচেও ২০ বলে ২৬ রান করেছিলেন। একাদশে তাই তার টিকে যাওয়ার সম্ভাবনা বেশি।
এছাড়া আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং গভীরতা বাড়াতে বাংলাদেশ ছয় ও সাতে খেলিয়েছিল জাকের আলী ও নুরুল হাসান সোহানকে। ডেথ ওভারে হতাশাজনক পারফরম্যান্স করেছেন জাকের। শেষ দুই ওভারে ৪টি ডট বল খেলেছেন তিনি। ১৩ বলে ১২ রানের ইনিংসের জন্য ব্যপক সমালোচিত হচ্ছেন তিনি। অপরদিকে ৬ বলে ১২ রানের পাশাপাশি ম্যাচ ঘুরিয়ে দেয়া রানআউটেও অবদান রেখেছেন সোহান।
এদিকে একজন বোলার কম খেলানো বাংলাদেশ পঞ্চম বোলারের কাজ সারতে চেয়েছিল শামীম ও সাইফকে দিয়ে। কিন্তু তাদের ৪ ওভারে আফগানরা তুলেছিল ৫৫ রান। ফলে আজ এ জুয়া আর খেলার কথা না বাংলাদেশের। তাই একাদশে শেষ মেহেদী বা তানজিম হাসান সাকিবের যেকোনো একজনকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে জাকেরের ওপরই কোপটা পড়ার কথা।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচসেরা হওয়া নাসুম আহমেদ একাদশে থাকছেন, এটি নিশ্চত করেই বলা যায়। ফর্মে ফেরা রিশাদ হোসেনও থাকার কথা। দুই পেসার মস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের জায়গাও পাকা বলা যায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হোসেন তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী/তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।