
ছবি: সংগৃহীত
এশিয়া কাপে নিয়ম ভেঙে আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তাদের আচরণে ক্ষুদ্ধ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। তাই রোববার (২১ সেপ্টেম্বর) সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগে আইসিসির শাস্তির মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানের।
এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) ওমানের বিপক্ষে ম্যাচের আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে বৈঠক করেন পাক অধিনায়ক সালমান আলি আগা ও প্রধান কোচ মাইক হেসন। সে বৈঠকের ভিডিও গোপনে ধারণ করে পাকিস্তানের মিডিয়া ম্যানেজার নাইম গিলানি। এ ঘটনাটিই আইসিসির রোষানলে পড়ার কারণ।
সংবাদ সংস্থা পিটিআই’র প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া’-র নিয়ম ভেঙেছে। কোনো টুর্নামেন্ট চলাকালীন এ এলাকায় ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও ম্যাচ অফিসিয়াল ছাড়া অন্য কারও প্রবেশাধিকার নেই। অথচ সে নিষিদ্ধ এলাকায় কীভাবে পাকিস্তানের মিডিয়া ম্যানেজার প্রবেশ করলেন তা নিয়েই প্রশ্ন উঠেছে।
আরওপড়ুন<<>>পিছু হটলো আইসিসি, ক্ষমা চাইলেন পাইক্রফট
ভারতীয় গণমাধ্যম বলছে, ম্যাচ রেফারির সঙ্গে পাক অধিনায়ক ও কোচের বৈঠকের ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি পাঠিয়েছেন আইসিসির সিইও সংযোগ গুপ্ত। সূত্রের খবর, টসের সময় হওয়া বিতর্ক মেটাতেই ওই বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বৈঠকে পাকিস্তানের মিডিয়া ম্যানেজারকে নিয়ে যাওয়ায় এবং ভিডিও করার চেষ্টা করলে আইসিসির দুর্নীতি দমন শাখার প্রধান তাকে বাধা দেন।
সূত্র আরও জানায়, এরপর ‘নাটক’ শুরু করে পাকিস্তান। মিডিয়া ম্যানেজারকে বৈঠকে না ঢুকতে দিলে তারা মাঠে নামবে না বলে হুমকি দেয়। প্রতিযোগিতার স্বার্থে শেষ পর্যন্ত তাকে প্রবেশের অনুমতি দেয়া হয়। আর সে সুযোগে ভিডিও ধারণ করেন নাঈম গিলানি।
এখন প্রশ্ন উঠছে, নিয়ম ভাঙার পর ভারত-পাকিস্তান ম্যাচের আগেই কি কোনো শাস্তির মুখে পড়বে পাকিস্তান? এ বিষয়ে আইসিসি বা পিসিবি’র পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।