
ছবি: সংগৃহীত
ইউরোপের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই আলোচনায় উঠে এসেছেন আর্জেন্টিনার তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। রিয়াল মাদ্রিদে পা রাখার আগে জাতীয় দলে তার অভিষেক হয়ে গিয়েছিল। তবে এবারই প্রথমবারের মতো লিওনেল স্ক্যালোনির শুরুর একাদশে জায়গা পেলেন মাস্তানতুয়োনো। আর অভিষেক ম্যাচেই পেলেন জীবনের সবচেয়ে বড় স্বপ্ন—মেসির সঙ্গে মাঠে নামা।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) প্রথম খেলতে নেমেছিলেন স্ক্যালোনির শুরুর একাদশে। মাস্তানতুয়োনোর অভিষেকে লিওনেল মেসিও বদলি হিসেবে খেলেছিলেন।
মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আজ মাস্তানতুয়োনোর মতো তিনিও ছিলেন শুরুর একাদশে। দুজনের রসায়ন মন্দ ছিল না। তবে একটি ভুলের কারণে রিয়াল মাদ্রিদ তারকাকে মেসির ঝাড়ি হজম করতে হয়েছে।
আরওপড়ুন<<>>বিসিবি সভাপতিকে হুমকি, গানম্যান চেয়ে মন্ত্রণালয়ে চিঠি
ম্যাচের একটি মুহূর্তে মেসিকে পাস না দিয়ে মাস্তানতুয়োনো নিজে শট নেন। সেটা চলে যায় পোস্টের ওপর দিয়ে। পাস না দেয়ায় ক্ষোভ দেখান মেসি। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের। মাস্তানতুয়োনো ব্যাপারটাকে এভাবে ব্যাখ্যা করেছেন, সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু বিষয়টা বুঝেছে। আমি ক্ষমা চেয়ে নিয়েছি।
ঝাড়ি হজম করলেও আর্জেন্টাইন জাদুকরের সঙ্গে খেলতে পারাটাকে স্বপ্নপূরণ হিসেবে দেখছেন মাস্তানতুয়োনো, সেটাও আবার তার সাবেক ক্লাব রিভারপ্লেটের মাঠে।
তিনি বলেন, ‘তার (মেসি) সঙ্গে খেলা অসাধারণ। এটা আমার জীবনের স্বপ্ন ছিল। রিভারপ্লেটের মাঠে খেলতে পারা অবিশ্বাস্য। আমি সবসময় বলেছি, ছোটবেলা থেকেই সে আমার আদর্শ। আমি তার পুরো ক্যারিয়ারের খেলা দেখেছি।
ম্যাচের ৫৮ মিনিটে মাস্তানতুয়োনো একটি শট নিয়েছিলেন, যেটা পোস্টের ওপর দিয়ে চলে যায়। রিয়াল মাদ্রিদ তারকা হয়তো সে মুহূর্তের কথাই বলেছেন। এর কিছুক্ষণ পর তাকে উঠিয়ে নেন স্ক্যালোনি, বদলি হিসেবে নামেন নিকোলাস গঞ্জালেস।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।