
ছবি: আপন দেশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে ক্রমেই উত্তেজনা ছড়িয়ে পড়ছে! আগামী ৪ অক্টোবর দেশের ক্রিকেটের সর্বোচ্চ নীতি-নির্ধারণী সংস্থার নেতৃত্ব নির্ধারণে ভোটগ্রহণ হবে। সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
তবে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই তৈরি হয়েছে বিতর্ক। বর্তমান সভাপতি বুলবুল অভিযোগ করেছেন, তাকে প্রার্থিতা প্রত্যাহারের হুমকি দেয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সরকারি বন্দুকধারী (গানম্যান) চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এরই জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের অক্টোবরে বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচনকে সামনে রেখে সভাপতির নিরাপত্তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি বোর্ডের কার্যক্রম পরিচালনায় তাকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। তাই যেকোনো সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সভাপতির জন্য সশস্ত্র নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠি বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। চিঠিতে বলা হয়, আসন্ন বিসিবি নির্বাচন ও সভাপতির নিয়মিত যাতায়াতের কারণে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে সভাপতির জন্য একজন গানম্যান নিয়োগ করা প্রয়োজন।
আরওপড়ুন<<>>জোড়া গোলে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি
চিঠিতে সরাসরি হুমকির প্রসঙ্গ না থাকলেও পরে এক আলাপচারিতায় বুলবুল নিজেই হুমকির বিষয়টি প্রকাশ করেন। তিনি জানান, কয়েক দিন আগে অজ্ঞাত নম্বর থেকে ফোনে তাকে নির্বাচন না করার জন্য চাপ দেয়া হয়।
বুলবুল বলেন, ফোনে বলা হয়েছিল, ইলেকশন না করলে হয় না? না করলে ভালো হয়। নিরাপত্তার বিষয়টা নিয়ে ভয় লাগছে, কারণ ফোনটা এসেছিল মাত্র ২-৩ দিন আগে।
গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পরিবর্তনের পর অন্যান্য সংগঠনের মতো বিসিবির নেতৃত্বেও পালাবদল আসে। সভাপতি ফারুক আহমেদকে মে মাসে সরিয়ে দেয়া হয়। তার জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং আইসিসির কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলকে।
দায়িত্ব পাওয়ার সময় বুলবুল বলেছিলেন, তিনি স্বল্পমেয়াদে কাজ করবেন, অনেকটা টি-টোয়েন্টি ম্যাচের মতো। কিন্তু বোর্ডের চলমান কার্যক্রম এগিয়ে নিতে নতুন নির্বাচনেও অংশ নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
বর্তমান সভাপতির পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতায় নামতে চান সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন ওপেনিংয়ে ব্যাট করা তামিম সম্প্রতি প্রশাসনিক দায়িত্বে আগ্রহ দেখিয়েছেন। প্রথমে পরিচালক পদে প্রার্থী হওয়ার কথা জানালেও পরবর্তীতে সভাপতি পদেও লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে সাবেক সভাপতি ফারুক আহমেদও আবার প্রার্থী হয়েছেন। ফলে নির্বাচনে সভাপতি পদে ত্রিমুখী লড়াই হবে বলেই মনে করা হচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।