Apan Desh | আপন দেশ

চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪১, ২২ আগস্ট ২০২৫

আপডেট: ২২:৪২, ২২ আগস্ট ২০২৫

চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য তিন চমক রেখে ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (২২ আগস্ট) রাতে এ দল ঘোষণা করা হয়।

দলের তিন চম হলেন, নুরুল হাসান সোহান, সাইফ হাসান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এর মধ্যে ৩ বছর পর জাতীয় দলে ফিরলেন সোহান। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। এছাড়া দুই বছর পর দলে ফিরেছেন সাইফ হাসান।

দল থেকে বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ, সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অপরদিকে, নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নেয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের মূল স্কোয়াডে নেই, তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। এছাড়া স্ট্যান্ডবাই রয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১১টি ম্যাচ হবে দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ 'বি'-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ 'এ'-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

আরওপড়ুন<<>>ভারতের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ

বাংলাদেশ এশিয়া কাপের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে খেলবে। বাংলাদেশের তিনটি গ্রুপ ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে, আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।

বাংলাদেশ দল (নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ)

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই

মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়