Apan Desh | আপন দেশ

ভারতের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

প্রকাশিত: ১৯:৩২, ২২ আগস্ট ২০২৫

ভারতের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে হোঁচট খেল বাংলাদেশের মেয়েরা।

শুক্রবার (২২ আগস্ট) ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতের মেয়েরা।

এদিন প্রথমার্ধ থেকেই একের পর এক আক্রমণ করে ভারত। বিপরীতে খুব একটা সুবিধা করতে পারেনি লাল সবুজের জার্সিধারীরা। তবে গোলরক্ষক, ডিফেন্ডারদের নৈপুণ্য আর অফসাইড ফাঁদের কৌশল পেতে ভারতের একাধিক গোলের সুযোগ নষ্ট করতে সক্ষম হয়েছে তারা। ম্যাচের ১৪তম মিনিটে সতীর্থের পাস দখলে নিয়ে বক্সে ঢুকে ভারতকে লিড এনে দেন পার্ল ফার্নান্দেজ।

আরওপড়ুন<<>>বিসিবি নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন মাহবুব আনাম

১৯তম মিনিটে বক্স থেকে বেরিয়ে এসে ভারতের দারুণ একটি আক্রমণ রুখে দেন গোলরক্ষক ইয়ারজান বেগম। ২৬তম মিনিটে ছয় গজ দূরত্ব থেকে নেয়া পার্লের শটের দিক পরিবর্তন করে দেন ডিফেন্ডার আরিফা আক্তার‌। ৩৩তম মিনিটে একটি সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। তবে সৌরভী আকন্দ প্রীতির ফ্রি-কিক ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক মুন্নি। অন্যদিকে ভারত টানা আক্রমণ চালালেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি। তাতে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধেও শুরু থেকে চলে ভারতের আক্রমণ। কিন্তু অগোছালো আক্রমণে গোলের সুযোগ তৈরি করে পারছিল না তারা। অনেক চেষ্টার পর ৭৬তম মিনিটে আলিশার ক্রস গোলমুখে পেয়ে পা বাড়িয়ে গোল আদায় করেন বনিফিলা শুলাই। অন্যদিকে বাংলাদেশের মেয়েরা কয়েকটি কর্নারের সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

আজকের জয়ের ফলে টুর্নামেন্টে এগিয়েই থাকল ভারত। প্রথম ম্যাচে নেপালকে ৭-০ ব্যবধানে হারিয়েছিল তারা। অপরদিকে, দ্বিতীয় ম্যাচ হারলেও চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলার মেয়েদের সামনে আরও ৪টি ম্যাচ আছে। ভারতের বিপক্ষেও আরও একবার মাঠে নামবে আরিফারা। বাকি ম্যাচগুলোতে ভালো করতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে পারে লাল-সবুজরে জার্সিধারীর।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়