
মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার।
একেই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল সৌম্য সরকারের। কিন্তু পিঠের চোটের কারণে শারজাতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি এ ব্যাটার। এবার পাকিস্তান সিরিজ থেকেও ছিটকে গেলেন টাইগার এ ওপেনার। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পিএসএল খেলতে এ মুহূর্তে পাকিস্তানে আছেন তিনি।
বৃহস্পতিবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার। ধারণা করা হচ্ছিল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তাকে দেখা যেতে পারে। মূলত আগে থেকেই পিঠের চোটে ভুগছেন সৌম্য। যা থেকে তিনি খুব ধীরগতিতে সেরে উঠছেন বলে জানা গেছে।
বিসিবির বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, পরীক্ষার পর দেখা গেছে, তার এ চোট থেকে সেরে উঠতে ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন হবে। এর মানে, পাকিস্তানে আগামী সপ্তাহে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজে তিনি খেলতে পারবেন না।
আরও পড়ুন>>>আমিরাতের ইতিহাস, বাংলাদেশের লজ্জা
প্রথম ঘোষিত স্কোয়াডে মিরাজ সুযোগ না পেলেও এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। ২৭ বছর বয়সী এ অলরাউন্ডার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স দলের হয়ে খেলছেন। পিএসএল শেষ করেই লাহোরে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে পাঁচ ম্যাচ থেকে কমিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৮ মে সিরিজ শুরুর পর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ পাকিস্তানে পা রাখবে ২৫ মে। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়)।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।