Apan Desh | আপন দেশ

আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে বাংলাদেশের রেকর্ড জয়

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৮, ২৭ নভেম্বর ২০২৪

আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে বাংলাদেশের রেকর্ড জয়

ছবি: আপন দেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল নিজেদের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ২৫৪ রান সংগ্রহ করে। এরপর দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডকে মাত্র ৯৮ রানে অলআউট করে ১৫৪ রানের বিশাল জয় অর্জন করে তারা। এটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৯ রানে জয় পেয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের বোলিং ছিল একেবারে নির্ভুল। পেসার মারুফা আক্তার প্রথম থেকেই আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেন। মারুফার গতির সামনে দুটি উইকেট তুলে নেন তিনি। পরবর্তীতে দুই স্পিনার নাহিদা আক্তার ও সুলতানা খাতুনের ঘূর্ণিতে আইরিশ ব্যাটাররা কার্যত কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। নাহিদা ও সুলতানা প্রত্যেকে তিনটি করে উইকেট নেন। আর মারুফা এক ওভারেই দুটি উইকেট নেন।

আইরিশ দলের মধ্যে একমাত্র সারাহ ফোর্বসই কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিলেন। তিনি সর্বোচ্চ ২৫ রান করেন। অন্যদিকে ডেনলি ও লুইস যথাক্রমে ২২ ও ১৯ রান করেন। মুর্শিদা ও পিংকিংয়ের শুরুটা স্লো হলেও তাদের ৫৯ রানের উদ্বোধনী জুটি বাংলাদেশের সংগ্রহকে শক্ত ভিত্তি দেয়। পরে শারমিন আক্তারের ৯৬ রানের দুর্দান্ত ইনিংস বাংলাদেশকে ২৫৪ রান পর্যন্ত নিয়ে যায়।

বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক শারমিন আক্তার ৮৯ বলে ১৪টি চারের সাহায্যে ৯৬ রান করেন। তার ইনিংসের উপর ভিত্তি করে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ ২৫২ রান করে। ফারজানা হক পিংকিংও ৬১ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

আইরিশ বোলারদের মধ্যে ফ্রেয়া সার্জেন্ট দুটি উইকেট নেন। আর অ্যামি মাগুরি ও লরা ডেলানি একটি করে উইকেট পান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়