Apan Desh | আপন দেশ

বিপিএলে রংপুরের হেড কোচ আর্থার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ১৯ অক্টোবর ২০২৪

আপডেট: ১৪:৪৩, ১৯ অক্টোবর ২০২৪

বিপিএলে রংপুরের হেড কোচ আর্থার

ফাইল ছবি

আবারও বিপিএলে কোচের ভূমিকায় ফিরছেন হাই প্রোফাইল দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার। এবার রংপুর রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন আর্থার। তাকে দলে ভেড়ানোর বিষয়টি নিজেদের ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেছে ফ্রাঞ্জাইজিটি।

বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের কোচের দায়িত্বে ছিলেন সোহেল ইসলাম। এবার মিকি আর্থারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি।

২০১৫ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের কোচের দায়িত্ব পালন করেছিলেন মিকি আর্থার। প্রোটিয়া এ কোচ দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ ছিলেন।

সবশেষ লঙ্কান প্রিমিয়ার লিগে ডাম্বুলার কোচের দায়িত্ব পালন করেছিলেন মিকি আর্থার।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়