Apan Desh | আপন দেশ

তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল, আখেরি মোনাজাতে শেষ হলো জোড় ইজতেমা

টঙ্গী প্রতিধিনি

প্রকাশিত: ১১:৪৬, ২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:৪৮, ২ ডিসেম্বর ২০২৫

তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল, আখেরি মোনাজাতে শেষ হলো জোড় ইজতেমা

আখেরি মোনাজাত। ছবি : সংগৃহীত

টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজিত ৫ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমা। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে মুসল্লির ঢল নামে। ভোর থেকেই ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে হাজারো মানুষ ইজতেমা মাঠে সমবেত হতে থাকেন। সকাল ৮টা ৫১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের আলেম মাওলানা আহমেদ বাটলা। পুরো ইজতেমা মাঠজুড়ে এ সময় সৃষ্টি হয় গভীর আধ্যাত্মিক পরিবেশ, ‘আমিন…আমিন’ ধ্বনিতে কম্পিত হয়ে ওঠে টঙ্গী এলাকা। অনেকেই আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের জোড় ইজতেমায় ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন। পাকিস্তান, ভারত, সৌদি আরব, কানাডা, জাপান, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, মিশরসহ বিশ্বের বিভিন্ন দেশের আগমনে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

তিনি আরও জানান, জোড় ইজতেমা চলাকালে বিভিন্ন সময়ে ৬ জন মুসল্লির মৃত্যু হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের জানাজা সম্পন্ন করে মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন : দল-পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমানের পোস্ট

আখেরি মোনাজাত শেষে কয়েক হাজার চিল্লার জামাত ও তিন চিল্লার জামাত মাঠ থেকেই রওনা দেন আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির উদ্দেশ্যে। অন্যরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনত নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যান।

এদিকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন শেষে টঙ্গীতে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়