বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে বুধবার (২১ জানুয়ারি) রাতে সিলেটে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে যাচ্ছেন ১৩ সদস্যের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকছেন তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রয়েছেন।
বুধবার রাতে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে তার এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করার কথা রয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো যান। ২১ বছর পর দ্বিতীয়বারের মতো সেখানে যাবেন তিনি।
আরও পড়ুন<<>>এবারের নির্বাচন ভবিষ্যতে জন্য আদর্শ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা
নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশ বিমানের একটি দায়িত্বশীল সূত্র বলেন, আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিএনপির চেয়ারম্যান প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, দলের চেয়ারম্যান এয়ারপোর্ট সংলগ্ন গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অবস্থান করবেন।
হোটেল সূত্রে জানা গেছে, সেটি নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। এরই মধ্যে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছেন।
স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের জন্য তারেক রহমান আজ আকাশপথে সিলেটে পৌঁছাবেন। বিমানবন্দরের পাশে অবস্থিত পাঁচ তারকাবিশিষ্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তার থাকার কথা রয়েছে। সেখান থেকে রাতে শ্বশুরবাড়িতে যাবেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। বেলা ১১টার দিকে নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আয়োজিত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তিনি। দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেভাবে প্রস্তুতি নেয়া হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































