ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ হয়ে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের একটি সভায় তিনি এ কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন কমিশনকে সহায়তা করা হবে। এটিই সরকারের প্রধান কাজ। নির্বাচনী প্রক্রিয়া জাতীয়ভাবে বড় চ্যালেঞ্জ। এ বিশাল কাজ শেষ করে এটিকে ঐতিহাসিক অর্জনে পরিণত করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন দিবসে সবকিছু নিখুঁত হতে হবে। ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো সমস্যা না থাকে। তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচন ভবিষ্যতের জন্য উদাহরণ হতে পারে।
ড. ইউনূস জানান, নির্বাচনের আগে ধাপে ধাপে পরীক্ষা শুরু হয়েছে। এখন নির্বাচন কমিশনের নির্দেশই সবচেয়ে বড় নির্দেশ। সবাইকে সে নির্দেশ মেনে চলতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলার মূল দায়িত্বে থাকবে। তিনি প্রযুক্তিগত চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন।
আরও পড়ুন <<>> ৩০০ আসনে নির্বাচন, রাতে ব্যালট পেপার ছাপা শুরু
প্রধান উপদেষ্টা বাহিনীগুলোর সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। তিনি জানান, এবার বডি ক্যামেরা ও সিসি ক্যামেরা ব্যবহার হবে। একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সব মনিটরিং চলবে।
তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে দেশি-বিদেশি সাংবাদিকদের আগ্রহ বেশি। পর্যবেক্ষকরাও ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। সবাই বিষয়টিকে গুরুতরভাবে নিচ্ছে। সেজন্য সরকারেরও সুপার সিরিয়াস থাকা প্রয়োজন। বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতি দেখে তিনি সুন্দর নির্বাচনের আশা প্রকাশ করেন।
আরও বলেন, সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইতিবাচক আচরণ করছেন। পারস্পরিক সৌহার্দ্য বজায় আছে। তিনি আশা করেন, কেউই এ মনোভাব থেকে সরে যাবেন না।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































