Apan Desh | আপন দেশ

যোগ দিয়েই এনসিপির মুখপাত্র হলেন আসিফ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪০, ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:৪৬, ২৯ ডিসেম্বর ২০২৫

যোগ দিয়েই এনসিপির মুখপাত্র হলেন আসিফ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এনসিপির মুখপাত্র হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের আহবায়ক নাহিদ ইসলাম। 

সংবাদ সম্মেলনের শুরুতেই বক্তব্য দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আসিফ মাহমুদকে স্বাগত জানিয়ে বলেন, আজ থেকে আমি নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। এ দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ।

পরে নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ জুলাই আন্দোলনে অন্যতম কাণ্ডারি। আনুষ্ঠানিকভাবে তিনি এনসিপিতে যোগ দিলেন। আমরা আশা করব, আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সহায়ক হবেন। আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। 

আপাতত নির্বাচনে অংশগ্রহণ করবেন না আসিফ মাহমুদ। তিনি এনসিপির নির্বাচন কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন।

সদ্য এনসিপিতে যোগ দেয়া আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আজ এনসিপিতে যোগ দিয়েছি। আমি এবার নির্বাচনে অংশ নিচ্ছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের বহু সহযোদ্ধাদের সংসদের যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারি, এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না।

এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩'শ আসনের বিপরীতে এনসিপির পক্ষ থেকে সারাদেশে ৪৭ টি আসনে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। তবে জোটের সঙ্গে আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়