ফাইল ছবি
রাজধানীর পল্টন থানাধীন বিজয় নগরের একটি আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম (৬৮) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
একইদিন বিকালে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান শেখ এ তথ্য জানান।
তিনি জানান, আজ ভোর ৪টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি হোটেলের বাথরুমে পরে ছিল। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন>>>তারেক রহমানের প্রত্যাবর্তনে ৭ রুটে বিশেষ ট্রেন রিজার্ভ চায় বিএনপি
বাগেরহাট জেলা জাতীয় পার্টির এক নেতা জানান, গতকাল ঢাকায় জাতীয় পার্টির একটি সভায় অংশগ্রহণ শেষে রাতে তিনি ওই হোটেলে যাত্রাযাপন করেন। ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলেন হাজরা শহিদুল ইসলাম। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে মরদেহটি পাঠানো হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































