নাহিদ ইসলাম।
দেশে ধর্মের নামে ভোট চাওয়ার রাজনীতি চলছে। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটর থেকে শহীদ মিনার পর্যন্ত বিজয় র্যালি শেষে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের অন্যতম ভিত্তি ও স্বাধীনতার মূলস্তম্ভ। এটি কোনো একক দলের সম্পত্তি নয়; ৫ আগস্ট আমরা একে দলীয় বয়ান থেকে বের করে এনেছি।
তিনি বলেন, আমরা এ আন্দোলন ও সংগ্রাম অব্যাহত রাখব। মুক্তিযুদ্ধ আমাদের, ইসলাম আমাদের, জুলাইও আমাদের। মুক্তিযুদ্ধ ও ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর এ রাজনীতির বিরুদ্ধে দেশকে রক্ষা করা হবে।
আরও পড়ুন>>>ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ
দেশে ধর্মের নামে ভোট চাওয়ার রাজনীতি চলছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আমরা নির্বাচনের মধ্যদিয়েই গণতান্ত্রিক উত্তরণ ও সংসদের জোয়ার চাই।
তিনি জানান, দ্রুত বাকি আসনগুলোতে এনসিপির প্রার্থী ঘোষণা করা হবে। আসন্ন নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয়কে নিজেদের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছেন। অবিলম্বে তাকে এ বক্তব্য প্রত্যাহার করতে হবে।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আখতার বলেন বলেন, আসন্ন নির্বাচন শুধু মার্কা বা প্রতীকের নির্বাচন নয়; এটি সংসদ ও গণতন্ত্রের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের নির্বাচন। আমরা সে লক্ষ্যেই ভোটের পক্ষে প্রচার চালিয়ে যাব।
নির্বাচনী পরিবেশ নিয়েও কঠোর সমালোচনা করে দলটির যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, তফসিলের পরদিন প্রার্থী গুলিবিদ্ধ হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা হাদির ঘটনায় সহমর্মিতা চাই না, বিচার চাই।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































