Apan Desh | আপন দেশ

‘ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি’ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি’ 

সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। সব ধর্ম-বর্ণের সমন্বয়ে রাজনীতি করে দলটি। এমন মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ।

আরওপড়ুন<<>>নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরা ও জনগণ জনসংযোগে আছেন। কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।

দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বাঁধা সৃষ্টি করার চেষ্টা এখন দৃশ্যমান- এ কথা জানিয়ে তিনি আরও বলেন, দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ।

এ সময় দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে বলেও জানান সালাহউদ্দিন আহমেদ। পাশাপাশি সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করারও আহবানও জানান তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়