
সোহেল তাজ। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) ওই ঘটনা ঘটলেও বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর)। এবার এ ইস্যুতে মুখ খুলেছেন তাজউদ্দিনপুত্র সোহেল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সোহেল তাজ বলেন, আমি নিজেও জানি না আমাকে কেন ইমিগ্রেশন আটকালো? গত এক বছরে আমি তো বেশ কয়েকবার বিদেশে গেলাম। সবশেষ গত জুন মাসেও যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম, তখন কিছু বলল না। হঠাৎ করে কেন আটকাবে?
এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি আরও বলেন, খুব অবাক হয়েছি। বিষয়টি নিয়ে আমি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আগামীকালকের (রোববার) আগে আমি কিছু বলতে পারবো না। আগামীকাল সবকিছু জানতে পারব। আশা করছি, সব ঠিক হয়ে যাবে।
আরওপড়ুন<<>>বিমানবন্দরে আটকে দেয়া হলো সোহেল তাজকে
এদিকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাজউদ্দীন আহমেদের ছোট মেয়ে ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি ওই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেন, সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেয়া হয়েছে।
কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে রিমি বলেন, সম্ভবত বুধবার ঘটেছে। তবে কেন তাকে আটকে দেয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। শুধু বলেছেন, সেটা তাদেরই জিজ্ঞাসা করুন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে এমপি নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় এমপি নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।
একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন সোহেল তাজ। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।