
ছবি: সংগৃহীত
আগামী নির্বাচনে জনগণের রায়ে সরকার গঠন করে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমান।
তিনি বলেন, নির্বাচন ও সরকার গঠন প্রশ্নে অতীতে যুগপৎ সঙ্গীদের দেয়া কমিটমেন্ট থেকে সরে আসবে না বিএনপি।
শুক্রবার (০৮ আগস্ট) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। বৈঠকে উপস্থিত থাকা কয়েকটি দলের নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুগপৎ সঙ্গী দলগুলোর নেতাদের বলেন, আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে জুলাইয়ে ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে।
আরওপড়ুন<<>>‘২৪-এর মূল্যবোধের ভিত্তিতে দেশের রাজনীতি পরিচালিত হওয়া উচিত’
সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেয়া একটি দলের শীর্ষ নেতা বলেন, বৈঠকে তারেক রহমান বলেছেন, যুগপৎ সঙ্গীদের নিয়ে একসঙ্গে নির্বাচন ও সরকার গঠনের যে কমিটমেন্ট (প্রতিশ্রুতি) ছিল সেখান থেকে বিএনপি সরে আসবে না। তিনি যুগপৎ সঙ্গীদের আগের মতো ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।
১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, তারেক রহমান জানিয়েছেন, একসঙ্গে নির্বাচন ও সরকার গঠনের কমিটমেন্ট থেকে বিএনপি এক চুলও সরে আসেনি। আগামী নির্বাচন হবে জোটবদ্ধ।
জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একসঙ্গে নির্বাচন ও সরকার গঠনের যে এগ্রিমেন্ট সেখান থেকে শস্য পরিমাণও সরে আসবে না দলটি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।