Apan Desh | আপন দেশ

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৮, ৬ আগস্ট ২০২৫

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দাবি জামায়াতের

ছবি: আপন দেশ

জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ তাহের। বুধবার (০৬ আগস্ট) রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। অতীতে সব গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ ও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব ছিল। সারা দেশে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি চলছে। আমরা লক্ষ্য করছি, নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার তা নিশ্চিত করতে পারেনি। এজন্য প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমলাইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে।

জামায়াতের নায়েবে আমীর বলেন, অতীতে বিভিন্ন অভ্যুত্থান ও আন্দোলন হয়েছে—পরবর্তী সময়ে তার আইনি ভিত্তি দেয়ার দৃষ্টান্ত রয়েছে। যেমন—১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পর লিগাল ফ্রেম ওয়ার্ক এর ভিত্তিতে ৭০-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত গণপরিষদে ১৯৭২ সালের সংবিধান অনুমোদন হয়েছিল।

তিনি বলেন, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই জুলাই ঘোষণাপত্র দেয়া হয়েছে। আলোচনা করলে ভালো হতো।

ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে ডা. তাহের বলেন, জামায়াত ইতিবাচকভাবে দেখছে এ সিদ্ধান্ত। আমাদের আমির আগেই বলেছিলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে রমজানের আগে হওয়া দরকার। প্রধান উপদেষ্টাও একই রকম ঘোষণা দিয়েছেন। এটি একটি ইতিবাচক দিক।

পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসিত হলে তিনি বলেন, আমরা মনে করি, পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য মাইলফলক। ৫৪ বছরের পুরনো ঐতিহ্যবাহী নির্বাচন পদ্ধতি দেশের জন্য উপযোগী নয়। রাতে ভোটকেন্দ্র দখলের মতো ঘটনা আগের নির্বাচনেরই অংশ ছিল।

সংবাদ সম্মেলনে দলটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়