Apan Desh | আপন দেশ

‘আ.লীগ খুনির দল, রাজনীতি করতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩, ২ মে ২০২৫

‘আ.লীগ খুনির দল, রাজনীতি করতে পারবে না’

সারজিস আলম

আওয়ামী লীগ খুনির দল, তারা রাজনীতি করতে পাবরে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (০২ এপ্রিল) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যা ঘটিয়েছে আওয়ামী লীগ। এ দলটি খুনিদের দল। তারা রাজনীতি করতে পারবে না। খুনি হাসিনার ফাঁসি চাই।

আরওপড়ুন<<>>‘দেশ থেকে নৌকা মার্কা বিতাড়িত করতে হবে’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ৯ মাস আগে শহীদ মিনারের মতো আজও ছাত্র-জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছেন।

এ সময় সংগঠনের যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন বলেন, অন্তর্বর্তী সরকারে কাছে দুটি বিষয় চেয়েছি। বিচার আর সংস্কার। এ দুটো ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। শহীদ পরিবারগুলো বলছে, বিচার আর সংস্কার ছাড়া মাঠ ছাড়া যাবে না। আমরাও জুলাইয়ের মতো মাঠে থাকবো। আওয়ামী লীগের মিছিল প্রতিহত করার আহবান জানান তিনি।

ডা. তাসনিম জারা বলেন, রক্তের দাগ এখনও শুকায়নি, বিচার পাওয়া যায়নি। আর কত গুম, খুন করলে নিবন্ধন বাতিল করা হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়