
নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হচ্ছে, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা ফ্যাসিস্ট সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।
তিনি বলেন, দেশ থেকে নৌকা মার্কাকে বিতাড়িত করতে হবে। কিন্তু আমরা হতাশ এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার দলটির করতে না পারায়। আসামিরা জামিনে বের হয়ে যাচ্ছে।
শুক্রবার (০২ মার্চ) বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপির আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিচার চলা পর্যন্ত আইন করে দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিগত ১৬ বছর আওয়ামী লীগের ফ্যাসিজমে মানুষ রাস্তায় নামেনি, নেমেছিল ছাত্রদের আন্দোলনে। মুজিববাদী ৭২ এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল, মানুষের ভাষার অধিকার ব্যর্থ হয়েছিল, অর্থনীতিকে লুটের রক্ষীবাহিনীর হাতে তুলে দিয়েছিল।
আরওপড়ুন<<>>চার দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশ কাল
নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন করতে হবে জানিয়ে এনসিপি আহবায়ক বলেন, আগামী নির্বাচনে একইসঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলেও দাবি তুলেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, যারা শেখ হাসিনার বিচারের বিরুদ্ধে কথা বলছেন, তারা সাংবাদিক নয়। তারা আওয়ামী লীগের দোসর। অন্তর্বর্তী সরকার জুলাইয়ের শহীদ ও আহতদের মর্যাদা দিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, বিভিন্ন রাজনৈতিক দলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনর্বাসন হচ্ছে।
নির্বাচন সংস্কার কমিশন সুস্পষ্টভাবে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কোনো মতামত দিচ্ছে না প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবে নির্বাচন কমিশন সম্মত হচ্ছে না। এ ইসি কার পারপাস সার্ভ করছে?
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।