সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন দেশের তিন বাহিনী প্রধান।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাতে হাসপাতালে যান তারা।
রাত ৯টার দিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন হাসপাতালে যান।
গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, খালেদা জিয়া এখন পর্যন্ত চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তিনি জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































