Apan Desh | আপন দেশ

তৌহিদ-ইসহাক বৈঠকে যেসব চুক্তি হতে পারে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ২৪ আগস্ট ২০২৫

আপডেট: ১১:৫৯, ২৪ আগস্ট ২০২৫

তৌহিদ-ইসহাক বৈঠকে যেসব চুক্তি হতে পারে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। রোববার (২৪ আগস্ট) গুরুত্বপূর্ণ এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে ঢাকা ও ইসলাবাদ উভয়ই নিজেদের স্বার্থে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠক শেষে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি, বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে সমঝোতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতা বিষয়ক চুক্তি থাকতে পারে।

আরও পড়ুন <<>>সীমান্তে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

সূত্র জানায়, তৌহিদ ও দারের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি, নাগরিক ও পেশাজীবীদের চলাচলসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনা করা হবে। এছাড়া বাংলাদেশ এই আলোচনায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া এবং অভিন্ন স্বার্থের ওপর গুরুত্ব দেবে। সাম্প্রতিক সময়ে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগের ধারাকে অগ্রসর করতে হলে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান জরুরি।

অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে রয়েছে ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া, আটকে থাকা পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসন এবং অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য অংশের প্রদান।

বৈঠকের পর সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমি ও রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা, এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইপিআরআই)-এর মধ্যে সমঝোতা চুক্তি সই হওয়ার পরিকল্পনা রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়