Apan Desh | আপন দেশ

ঢাকা-জাপান রুটে ফ্লাইট বন্ধ করল বিমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৩, ১৮ মে ২০২৫

ঢাকা-জাপান রুটে ফ্লাইট বন্ধ করল বিমান

ফাইল ছবি।

ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফ্লাইট চালানো বন্ধ রাখছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ জুলাই থেকে এ রুটে বিমানের ফ্লাইট আর চলবে না।

রোববার (১৮ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান হজ কার্যক্রম, উড়োজাহাজের স্বল্পতা এবং ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা-নারিতা-ঢাকা রুটে কোনো ফ্লাইট চলবে না।

আরওপড়ুন<<>>এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

এতে আরও বলা হয়, যেসব যাত্রী ১ জুলাইয়ের পরের তারিখে ঢাকা থেকে নারিতায় যাওয়ার জন্য বিমানের টিকিট কিনেছেন, তাদের কোনো বাড়তি চার্জ ছাড়াই পুরো অর্থ ফেরত দেবে বিমান কর্তৃপক্ষ। টিকিটধারীদের বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার অথবা নির্ধারিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগের আহবান জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা ফ্লাইট চালু করে বিমান। দেড় বছরের মাথায় তা বন্ধ হতে চলায় ঢাকা থেকে বিমানে করে সরাসরি জাপানে যাওয়ার আর কোনো উপায় থাকল না।

১৯৮১ সালে ঢাকা-নারিতা রুটে বিমান ফ্লাইট চালাতে শুরু করে । ২০০৬ সালে তা বন্ধ হয়ে যায়। এর আগে ১৯৭৯ সালে ঢাকা-টোকিও ফ্লাইট চালু করেছিল বিমান। সেই রুটও কিছুদিন পরে বন্ধ হয়ে যায়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়