গত কয়েক মাস ধরেই অস্থিরতা বিরাজ করছিল চালের বাজারে। আমদানি বৃদ্ধি, ভর্তুকি মূল্যে বিক্রিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু কোনো পদক্ষেপই চালের বাজার নিয়ন্ত্রণে কাজে আসছিলনা। অবশেষে দীর্ঘ সময় চালের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। চাল ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন মৌসুমে চাল আসতে শুরু করায় দাম কমতে শুরু করেছে। তবে আগের সপ্তাহের মতই বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি, পেঁয়াজ, মাছ ও মুরগি। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে।