Apan Desh | আপন দেশ

বজ্রপাতের পূর্বাভাস দেয়ার প্রযুক্তিটি উদ্ভাবন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৩, ৪ মে ২০২৫

বজ্রপাতের পূর্বাভাস দেয়ার প্রযুক্তিটি উদ্ভাবন

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বেড়েছে বজ্রপাত। তাতে বিপুল প্রাণহাণি ঘটছে। কয়েক দিন আগে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। এমন দু:সংবাদের মধ্যে সুসংবাদ দিল জাপান। বজ্রপাতের শক্তি নিয়ন্ত্রণ এবং রূপান্তরের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছে দেশটি। 

জাপানের নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন করপোরেশন (এনটিটি) যুগান্তকারী প্রযুক্তিটি উদ্ভাবন করেছে যা ড্রোনের মাধ্যমে বজ্রপাতের প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং তা নিয়ন্ত্রিতভাবে আকর্ষণ করতে সক্ষম। এ অভিনব পদ্ধতিতে বজ্রপাত প্রতিরোধক খাঁচা সংযুক্ত ড্রোন ব্যবহার করে বৈদ্যুতিক ক্ষেত্রের পরিবর্তন বিশ্লেষণের মাধ্যমে বজ্রপাতের পূর্বাভাস দেয়া যায় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে বজ্রপাত থেকে রক্ষা করা সম্ভব হয়। প্রতি মিনিটে বিশ্বজুড়ে কমপক্ষে ৬,০০০ বজ্রপাত মাটিতে আঘাত করে, তাই এ প্রযুক্তি শহর ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে বিপুল সম্ভাবনার দ্বার উম্মোচন করে।

এনটিটি-এর তথ্য মতে, এ প্রযুক্তিতে বজ্রপাত প্রতিরোধক মনুষ্যহীন ড্রোন বা ইউএভি বজ্রমেঘের কাছাকাছি উচ্চতায় উড়ে এবং বজ্রপাত আকর্ষণ করে। এটি কন্ডাক্টরের (পরিবাহক) মাধ্যমে বজ্রপাতকে নিরাপদে মাটিতে নামিয়ে দেয়। এর ফলে মানুষ ও যন্ত্রপাতি ক্ষতির হাত থেকে রক্ষা পায়। পাশাপাশি বজ্রপাত থেকে উৎপন্ন শক্তিকে সঞ্চয় করে রাখা যায় সংকুচিত বায়ু ও অন্যান্য চার্জিং পদ্ধতির মাধ্যমে। খবর এনডিটিভির। 

প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো বিশ্বব্যাপী বজ্রপাতের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যহারে কমিয়ে আনা এবং শেষপর্যন্ত মেঘে জমে থাকা বৈদ্যুতিক শক্তিকে শোষণ করে বজ্রপাতকে মাটিতে পৌঁছানো রোধ করা। এ প্রযুক্তি এখন উন্নয়নের পর্যায়ে রয়েছে, যেখানে ড্রোনের বজ্র সহনশীলতা ও তীব্র বৈদ্যুতিক চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যেও স্থিতিশীলভাবে উড়তে পারার ক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দেয়া হচ্ছে। সে সঙ্গে বজ্রপাত থেকে সঞ্চিত শক্তিকে গতিশক্তি ও চৌম্বকীয় শক্তিতে রূপান্তর করে একটি বজ্র চার্জিং প্রযুক্তি প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

এ প্রযুক্তির কল্যাণে অবকাঠামোগত প্রতিষ্ঠান যেমন টেলিযোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলো, সরকারী সংস্থা এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষ বিশেষভাবে উপকৃত হতে পারে, যাদের স্থাপনাগুলোকে বজ্রপাতের ঝুঁকিতে থাকে বেশি

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়