Apan Desh | আপন দেশ

জামালপুরে জনদ্বীপ নিউজের মতবিনিময় সভা 

নিজস্ব প্রতিবেদক, জামালপুর

প্রকাশিত: ২০:৪৪, ৩ মে ২০২৫

জামালপুরে জনদ্বীপ নিউজের মতবিনিময় সভা 

ছবি: আপন দেশ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে জনদ্বীপ নিউজের মতবিনিময় সভা ও দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা। শনিবার (০৩ মে) জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করে জনদ্বীপ নিউজ।

মতবিনিময় সভায় বক্তব্য দেন জনদ্বীপ নিউজের প্রধান সম্পাদক মোবারক হোসেন, সম্পাদক শওকত জামান, ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রানা খান ও নির্বাহী সম্পাদক মুগনিউর রহমান মনি।

সভায় অংশ নেন গণমাধ্যমকর্মী ও শিক্ষানবিশ মিলিয়ে ৩০ জন সংবাদকর্মী।

মতবিনিময়ের দ্বিতীয় পর্বে শুরু হয় দিনব্যাপী কর্মশালা। এতে প্রশিক্ষণ দেন এমএমসির সাবেক প্রোগ্রাম অফিসার মোনারক হোসেন, সম্পাদক শওকত জামান, নির্বাহী সম্পাদক মুগনিউর রহমান মনি এবং প্রবীণ সাংবাদিক মোস্তফা মনজু।

কর্মশালায় সংবাদ লেখার কৌশল, নতুন ধারার সাংবাদিকতা ও ডিজিটাল প্ল্যাটফর্মে রিপোর্টিং বিষয়ে আলোচনা করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মতামত দেন জনদ্বীপের উপদেষ্টা সম্পাদক ইকবাল করিম ও প্রকাশক সৈয়দ শামীম জামান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়