Apan Desh | আপন দেশ

শুভমন অতীত, বলিউড নায়কের প্রেমে মজেছেন শচীনকন্যা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১, ৪ মে ২০২৫

শুভমন অতীত, বলিউড নায়কের প্রেমে মজেছেন শচীনকন্যা

ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার বরাবরই ছিলেন লাইমলাইটে। কখনও তার স্টাইল স্টেটমেন্ট নিয়ে, তো কখনও আবার ক্রিকেটারের সঙ্গে প্রেমকাহিনিকে ঘিরে। এক সময় ভারতীয় ওপেনার 
শুভমন গিলের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। স্টেডিয়ামে গ্যালারিজুড়ে ‘সারা, সারা’ ধ্বনি ছিল নিত্যদিনের ঘটনা। তবে সেসব দিন এখন অতীত। নতুন খবর হলো- নতুন করে প্রেমে পড়েছেন শচীনকন্যা।

তবে এবার ক্রিকেট অঙ্গণের কেউ নয়। সারার নতুন সঙ্গী বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক সিদ্ধান্ত চতুর্বেদী! এ বলি নায়কের প্রেমে বুদ টেন্ডুলকারকন্যা। সারা ও সিদ্ধান্তকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে।

সম্প্রতি ফিল্মফেয়ার এক প্রতিবেদনে দাবি করেছে, সারা ও সিদ্ধান্তকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। তারা বিভিন্ন স্থানে ঘুরেও বেড়াচ্ছেন।

সারার ঘনিষ্ঠ সূত্রের মতে, সিদ্ধান্ত এবং সারার বন্ধুত্ব নাকি খুব বেশিদিনের নয়। কিন্তু তাদের রসায়ন খুবই মিষ্টি। দুজন নাকি পরস্পরের সান্নিধ্যও নাকি উপভোগ করেন যথেষ্ট। ওই ব্যক্তির দাবি, সারা ও সিদ্ধান্তকে এভাবেই দেখতে চান আজীবন।

আরওপড়ুন<<>>আলিয়া ভাটের নতুন মাইলফলক

তাদের সম্পর্ক এখনই গভীর কিছু না হলেও, রসায়নটা জমে উঠেছে বেশ ভালোভাবেই। একে অপরের সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন দু’জনেই। ফলে প্রেমের গুঞ্জনও জোরালো হয়েছে।

সারার সঙ্গে আগেই জুড়েছিল ক্রিকেটার শুভমন গিলের নাম। বহুবার তাকে মাঠে সারার পাশে বসে খেলা দেখতে দেখা গেছে। আবার একসঙ্গে রেস্তোরাঁয় যাওয়ার ছবিও ভাইরাল হয়েছে। যদিও সম্প্রতি এক পডকাস্টে শুভমন দাবি করেছেন, তিনি বহু বছর ধরেই সিঙ্গল! তাহলে কি সম্পর্কটা শুধুই গুজব ছিল? নাকি তা ভেঙে গেছে আগেই? সেটা পরিষ্কার করেননি এ ক্রিকেটার।

অপরদিকে ‘গেহরাইয়া’ ছবিতে দীপিকার বিপরীতে অভিনয় করার সময় শোনা গিয়েছিল, সিদ্ধান্ত চতুর্বেদী এবং নভ্যা নভেলি নন্দার সম্পর্ক নিয়ে নানা জল্পনা। যদিও এ নিয়ে কখনও মুখ খোলেননি কেউ। 

এদিকে সিদ্ধান্তের সঙ্গে শুধু প্রেম নয়, শোনা যাচ্ছে বলিউডে পা রাখতেও চলেছেন সারা। অভিনয় দুনিয়ায় পা রাখার জন্য ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর সেই অভিষেকটা যদি সিদ্ধান্তের বিপরীতে হয়। তাহলে বলিউডে জমজমাট এক জুটি দেখার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়