Apan Desh | আপন দেশ

গোল পেলেন মেসি, জয়ে ফিরলো মায়ামি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ৪ মে ২০২৫

গোল পেলেন মেসি, জয়ে ফিরলো মায়ামি

ছবি: সংগৃহীত

হঠাৎ ছন্দপতন ঘটেছিল লিওনেল মেসির। কিছুতেই গোল পাচ্ছিলেন না এ আর্জেন্টাই মহাতারকা। যে কারণে টানা তিন ম্যাচ হেরেছে তার দল ইন্টার মায়ামি। তার আগে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকেও বিদায় নিশ্চিত হয়েছে তাদের। চতুর্থ ম্যাচে এসে গোলের দেখা পেয়েছেন এল এম টেন। সে গোলে জয়ে ফিরেছে মায়ামি। শনিবার (০৩ মে) রাতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নিউ ইয়র্ক রেডবুলসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। 

এদিন ম্যাচের নবম মিনিটে দলকে এগিয়ে নেন ফাফা পিকাউল্ট। ক্রস করেছিলেন লুই সুয়ারেজ। ৩০ মিনিটে ব্যবধান বাড়ান ফুল ব্যাক ভেইগান্ট।। শুরুতে অবশ্য গোলটিকে অফসাইড দিয়েছিলেন রেফারি। পরে ভার রিভিউর পর মিলেছে সাফল্য। ৯ মিনিট বাদে স্কোরশিটে নাম তোলেন লুই সুয়ারেজও। শুরুর শট ব্লকড হলেও দ্বিতীয় চেষ্টায় কোনও ভুল করেননি। 

বিরতির আগে রেড বুলস একটি গোল আবার শোধও দিয়েছে। এরিক ম্যাক্সিম চুপো মোটিংয়ের গোল দ্বিতীয়ার্ধে কিছুটা আশার সঞ্চার করে তাদের মাঝে। কিন্তু তাতে লাভ হয়নি। ৬৭ মিনিটে আবার ব্যবধান বাড়ায় মায়ামি। এবার জাল কাঁপান মেসি। শুরুতে তেলাস্কো সেগোভিয়ার সঙ্গে ওয়ান-টুর পর প্রতিপক্ষ ডিফেন্ডারদের বাধা সামলে বাম পায়ের ফিনিশিংয়ে জাল কাঁপিয়েছেন। ফলে চার ম্যাচ গোলহীন থাকা মেসি জালের দেখা পেয়েছেন অবশেষে। 

এ জয়ে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থস্থানে উঠেছে মায়ামি। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কলম্বাস ক্রু। মায়ামির সংগ্রহ ২১। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিলাডেলফিয়া। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়