
জাওয়াদ আবরার
সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৯ দলকে বিপর্যস্ত করে ১৪৬ রানের বিশাল জয় বাংলাদেশি যুবারা। আর এতে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। এদিকে রেকর্ড জয়ের দিনে সেঞ্চুরি পেয়েছে দলের ওপেনার জাওয়াদ আবরার। ইনিংসের ৩৫তম ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে তিন অঙ্কের ঘরে পৌঁছান জাওয়াদ।
শনিবার (০৩ মে) কলম্বোতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার জাওয়াদ আবরারের ১১৩ রানের শতকে ৩৩৬ রানের বিশাল পাহাড় গড়ে বাংলাদেশি যুবারা। তবে ৩৩৭ রানের লক্ষে খেলতে নেমে ১৯০ রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে ১৪৬ রানের এগিয়ে জয় পায় টাইগাররা।
আরওপড়ুন<<>>হামজাকে দেখেই বাংলাদেশে খেলার সিদ্ধান্ত সামিতের
এদিন জাওয়াদ ছাড়াও রিজানের ব্যাটে আসে ৮২ রান। বাংলাদেশের হয়ে তৃতীয় উইকেট জুটিতে ১৩৫ রান যোগ করেন এ জুটি। শেষদিকে সামিউন বশির করেছেন ৮ বলে ২৩ ও আল ফাহাদ ৫ বলে ১৯ রান। আর তাতেই ৩৩৬ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ।
৩৩৭ রানের পাহাড় টপকাতে নেমে ৩৮.৪ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। শ্রীলঙ্কার কোনো ব্যাটার সে রকম কোনো ইনিংসই খেলতে পারেননি। সর্বোচ্চ ৬৬ রান এসেছে অধিনায়ক ভিমাত দিনসারার ব্যাট থেকে।
বাংলাদেশ দলের পেসার আল ফাহাদ ৪১ রানে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া বাঁহাতি স্পিনার সানজিদ ও অধিনায়ক আজিজুল হাকিম ২টি করে নিয়েছেন।
সোমবার (০৫ মে) সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।