Apan Desh | আপন দেশ

পাকিস্তানি নারীকে বিয়ে করল ভারতীয় সেনা, অত:পর... 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ৪ মে ২০২৫

পাকিস্তানি নারীকে বিয়ে করল ভারতীয় সেনা, অত:পর... 

ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ান মুনির আহমেদ। বিয়ে করে হারিয়েছেন চাকরি তিনি। মুনিরের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানি এক নারীকে বিয়ে করার পর সেই তথ্য গোপন করেছেন তিনি। এ অভিযোগের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মুনির আহমেদকে।

রোববার (০৪ মে) এক প্রতিবেদনে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের এপ্রিল মাসে সিআরপিফে যোগ দেন মুনির আহমেদ। সিআরপিফের অভিযোগ, মুনির তার বিয়ের তথ্য গোপন করেছেন এবং স্ত্রীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তাকে নিজ বাসায় রেখেছিলেন। যা ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে বিবেচিত হয়েছে।

আরওপড়ুন<<>>ইসরায়েলের বিমানবন্দরে মিসাইল হামলা

তবে, মুনির আহমেদের দাবি, পাকিস্তানি নাগরিক মিনাল খানকে বিয়ের আগে তিনি সদর দফতর থেকে লিখিত অনুমতি নিয়েছিলেন।

সিআরপিএফ থেকে বরখাস্ত হবার পর এ জওয়ান বলেন, প্রথমে আমি সংবাদমাধ্যমের মাধ্যমে বরখাস্ত হওয়ার খবর জানতে পারি। কিছু সময় পর সিআরপিএফ থেকে একটি চিঠি পাই। যাতে আমাকে বরখাস্তের কথা জানানো হয়। বিষয়টি আমি ও আমার পরিবারের জন্য একটি বড় ধাক্কা। কারণ, আমি পাকিস্তানি নাগরিককে বিয়ের জন্য সদর দফতরের অনুমতি নিয়েছিলাম। এবং সেটি পাওয়ার পর বিয়ে করেছি।

এদিকে, মুনির আহমেদ সিআরপিএফ’র সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

উল্লেখ্য, সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পর্যটকসহ ২৬ জন বেসামরিক নিহত হবার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ভারত-পাকিস্তানের মধ্যে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়