Apan Desh | আপন দেশ

নারী জাগরণের নাটক ‘তবুও জেগে উঠি’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:১৯, ১০ সেপ্টেম্বর ২০২৫

নারী জাগরণের নাটক ‘তবুও জেগে উঠি’

ছবি: সংগৃহীত

রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হয়ে গেল নাটক ‘তবুও জেগে উঠি’। রোববার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় দর্শকরা প্রত্যক্ষ করলেন নাটকটি। স্পর্ধা ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেকটিভ -এর আয়োজন করে।

এটি ‘স্পর্ধা ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেকটিভ’-এর উৎসব ‘উৎসবে স্পর্ধা: বিদ্রোহের চেতনায় দিন প্রতিদিন’-এর দ্বিতীয় পর্ব ‘উত্তাল তরঙ্গ’-এর সমাপনী নাটক। বয়ঃসন্ধিকাল থেকে পরিণত বয়স পর্যন্ত নারী যে বারবার নির্যাতন ও বাধার মুখে পড়ে, এর পরও তাকে দমানো যায় না- এমন আদলে নাটকটি নির্মাণ করা হয়েছে।

নাটকটির নির্দেশনা দিয়েছেন মহসিনা আক্তার। সহযোগী নির্দেশনায় শাহানাজ পারভীন জোনাকি। মহসিনা আক্তার জানান, তার নির্দেশনায় আসার অনুপ্রেরণা মার্কিন কবি মায়া অ্যাঞ্জেলোর কবিতা ‘স্টিল আই রাইজ’। দমনে দমনে, আঘাতের পর আঘাতে ভেঙে পড়া সত্ত্বেও ঘুরে দাঁড়ায় নারী। সে শক্তি আর আত্মবিশ্বাসই তার শিল্পীসত্তাকে উদ্বুদ্ধ করেছে। ফলে ‘নারীর প্রতি সহিংসতা ও অবদমনের প্রতিবাদ’স্বরূপ তিনি মঞ্চে এনেছেন নাটকটি।

আরওপড়ুন<<>>বাংলা সাহিত্যের এক ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্য

‘তবুও জেগে উঠি’ নাটকের অভিনয় শিল্পীরা ছিলেন- শারমিন আক্তার শর্মী, সিফাত নওরীণ বহ্নি, ফারিহা জান্নাত মিস, সাদিয়া মরিয়ম রূপা, রিয়াসাত সালেকিন ঋত্বিক, সাইফুল ইসলাম, রবি প্রারম্ভসহ অনেকে। তাদের অভিনয়ে নারীজীবনের নিপীড়ন, সংগ্রাম ও পুনর্জাগরণ একে একে ফুটে উঠল। দর্শকরা প্রত্যক্ষ করলেন নারীর অবদমন কেবল যন্ত্রণার কাহিনি নয়। তার ভেতরে লুকিয়ে আছে নতুন করে উঠে দাঁড়ানোর অমিত শক্তি।

প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছিল– কেন আজও নারীর অর্জন ছিনিয়ে নেয়া হয়? কেন তাকে লুকিয়ে রাখা হয় আড়ালে? তারই প্রতিউত্তরে নাটকের প্রতিটি মুহূর্ত যেন ঘোষণা করছিল– ‘তবুও আমি জেগে উঠি।’

নারী অস্তিত্বের জেগে ওঠা এ নাটক তাই শুধু মঞ্চে নয়; সমাজের প্রতিটি স্তরে যেন এক সতর্কবার্তা– যতবার ভূলুণ্ঠিত হোক, নারী থেমে থাকবে না। সে বারবারই জেগে উঠবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়