Apan Desh | আপন দেশ

আকাশপথ খুলে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ১৫ জানুয়ারি ২০২৬

আকাশপথ খুলে দিল ইরান

ছবি : সংগৃহীত

প্রায় ৫ ঘণ্টা পর আকাশসীমা খুলে দিয়েছে ইরান। সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল ইরান, যার ফলে আঞ্চলিক বিমান চলাচল ব্যাহত হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশ অনুযায়ী, বুধবার (১৪ জানুয়ারি) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১০টা ১৫ মিনিটের দিকে আন্তর্জাতিক ফ্লাইট ছাড়া সব ধরনের বিমানের জন্য ইরান তার আকাশসীমা বন্ধ করে দেয়।

তবে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও সরকারি অনুমতি বাধ্যতামূলক ছিল।

আরও পড়ুন : ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা: আকাশপথ নিয়ে সিদ্ধান্ত জানাল সৌদি আরব

ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৩টার (জিএমটি) কিছু আগে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। 

এরপরই ইরানের একাধিক ফ্লাইট দেশটির আকাশসীমা ব্যবহার শুরু করে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়