ছবি : সংগৃহীত
সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় এক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। বুধবার (১৪ জানুয়ারি) তার দণ্ড কার্যকর হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুটি মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
ইরান হিউম্যান রাইটস এবং ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরান জানিয়েছে, ইরফান সোলতানিকে (২৬) গত সপ্তাহে গ্রেফতার করা হয়। তাকে কারাজ থেকে গ্রেফতার করে ইরান সরকার।
সংস্থার তথ্য বলছে, ইরফান সোলতানির পরিবারকে মৃত্যুদণ্ডের কথা জানিয়েছে। বুধবার তার দণ্ড কার্যকর হবে এটাও তার পরিবারকে জানানো হয়।
ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি-মোঘাদ্দাম এক বিবৃতিতে বলেন, ১৯৮০-এর দশকে ইরান সরকার যেভাবে বিক্ষোভকারীদের হত্যা করত, সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে তার মিল রয়েছে। এ ঘটনাকে তিনি মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন।
সোলতানির মৃত্যুদণ্ড ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহবান জানিয়েছে ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরান। সংস্থাটি বলছে, তার একমাত্র অপরাধ ইরানের স্বাধীনতা চাওয়া। বিচার প্রক্রিয়ায় সোলতানির পক্ষে আইনজীবী নিয়োগের সুযোগও দেয়নি ইরান সরকার।
সংবাদমাধ্যম ইউএস সান জানিয়েছে, সোলতানির বিরুদ্ধে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার’ অভিযোগ আনা হয়েছে। যা ইরানের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, ইরানের বিভিন্ন এলাকায় ইন্টারনেট বিচ্ছিন্ন আছে। এসময় সোলতানিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ইন্টারনেট বন্ধ থাকায় এ দণ্ডের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যাচ্ছে না।
তবে ইরান সরকার হুঁশিয়ারি দিয়েছে, বিক্ষোভের নামে সরকারি সম্পদের যারা নষ্ট করবে তাদেরও মৃত্যুদণ্ড দেয়া হবে।
আরও পড়ুন : নিজ নাগরিকদের ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
এদিকে, ইরানজুড়ে চলমান বিক্ষোভে ৬৫০ জনের বেশি নিহত হয়েছে বলে জানা যায়। চলমান সংকটের কারণে যোগাযোগব্যবস্থা ও গণপরিবহণ বন্ধ আছে। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় দৈনন্দিন জীবনের মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করছে বিভিন্ন সংস্থা। এ ছাড়া বিমান সংস্থাগুলো ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































