Apan Desh | আপন দেশ

আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৫২, ১১ জানুয়ারি ২০২৬

আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি ইরানের

ফাইল ছবি

দেশজুড়ে চলমান বিক্ষোভের মাঝে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। 

রোববার (১১ জানুয়ারি) ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ হুঁশিয়ারি দিয়েছেন।

ইরানের পার্লামেন্টে কথা বলতে গিয়ে মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা চালায়। তাহলে দখলকৃত ভূখণ্ড এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ-পরিবহনের কেন্দ্রগুলো আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে।

এ বক্তব্যের মাধ্যমে তিনি ইসরায়েলে হামলারও ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। 

আরও পড়ুন<<>>বিক্ষোভ দমনে কঠোর ইরান, ব্যাপক হতাহতের আশঙ্কা

এদিকে, গত দুই সপ্তাহ ধরে ইরানজুড়ে চলা বিক্ষোভের প্রধান আয়োজকদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যককে গ্রেফতার করা হয়েছে বলে রোববার জানিয়েছেন দেশটির পুলিশের প্রধান।

রাষ্ট্রীয় টেলিভিশনকে পুলিশ প্রধান আহমদ-রেজা রাদান বলেছেন, গত রাতে (শনিবার সন্ধ্যায়) দাঙ্গার সঙ্গে জড়িত মূল গোষ্ঠীগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের শাস্তি দেয়া হবে। তবে গ্রেফতারকৃতদের সংখ্যা কিংবা পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি তিনি।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ইসরায়েলি সূত্র বলেছে, ইরানে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে সেখানে কর্তৃপক্ষ যখন পরিস্থিতি সামাল দিচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনও হস্তক্ষেপের আশঙ্কায় ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক দিনে একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। একই সঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করতে ইরানের শাসকগোষ্ঠীকে সতর্ক করে দিয়েছেন তিনি। শনিবার ট্রাম্প বলেছেন, ‌‌ইরানে বিক্ষোভকারীদের সহায়তা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার ইসরায়েলের নিরাপত্তা পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন—এমন কয়েকটি সূত্র উচ্চ সতর্কতার বাস্তব অর্থ কী, সে বিষয়ে বিস্তারিত কোনও ব্যাখ্যা দেননি। গত জুনে ইসরায়েল ও ইরানের মাঝে ১২ দিনের যুদ্ধ হয়েছিল। ওই সময় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বিমান হামলায় অংশ নেয় যুক্তরাষ্ট্র।

শনিবার এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে মার্কিন সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। মার্কিন এক কর্মকর্তা দুই নেতার মাঝে টেলিফোনে আলোচনার তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের মাঝে কী ধরনের আলোচনা হয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি।

ইরানজুড়ে বিক্ষোভ চললেও সেখানে হস্তক্ষেপের কোনও ইচ্ছা নেই বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। যদিও ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণে দুই চিরশত্রু ইরান-ইসরায়েলের মাঝে এখনও তীব্র উত্তেজনা চলছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচার প্রশ্নফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল করা হবে: ডিজি উত্তেজনার মাঝেই ভারতে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের শরফুদ্দৌলা স্বৈরাচারের দোসররা ভোট ভন্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা আপিলের দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে ইইউ আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি শিশু নিহত সিরিয়ায় আইএস নির্মূলে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা বায়ুদূষণে ‘বিশ্বসেরা’ শহর ঢাকা বিক্ষোভ দমনে কঠোর ইরান, ব্যাপক হতাহতের আশঙ্কা নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, জেনে নিন বাজারদর শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ‘ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়’