Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ১১ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:৫১, ১১ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাকসনট এলাকায় একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ ১৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ন্যাশভিল শহর থেকে প্রায় ৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস কারখানায় এ বিস্ফোরণ ঘটে।

কারখানায় শিফট পরিবর্তনের সময় বিস্ফোরণ ঘটায় ভবনের ভেতরে সাধারণ দিনের তুলনায় কম শ্রমিক উপস্থিত ছিলেন। তবুও এখনো অনেকের খোঁজ মেলেনি। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে এবং আশপাশের ঘরবাড়ির কাচ কেঁপে ওঠে।

বিস্ফোরণে কারখানার একটি পুরো ভবন ধ্বংস হয়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা গেছে, পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উড়ছে আকাশে, আশপাশের বেশ কিছু গাড়ি ও ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। আশঙ্কা করা হচ্ছে, সেখানে আরও 'সেকেন্ডারি' বিস্ফোরণ ঘটতে পারে।

আরও পড়ুন<<>>অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩

এর আগে ২০১৪ সালের এপ্রিলে একই কারখানায় বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন। সামরিক ও বাণিজ্যিক খাতে বিস্ফোরক তৈরির জন্য পরিচিত এ প্রতিষ্ঠানটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। তারা মার্কিন সেনাবাহিনীর জন্য ডিনামাইট, ল্যান্ডমাইনসহ বড়-ক্যালিবার গোলার জন্য বিস্ফোরক সরবরাহ করে আসছে।

হিকম্যান কাউন্টি শেরিফের কার্যালয় স্থানীয় গণমাধ্যমকে জানান, উদ্ধারকর্মীরা এখনও ভেতরে প্রবেশ করতে পারছেন না কারণ ভেতরে একের পর এক বিস্ফোরণ হচ্ছে। হাম্প্রিস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস বলেছেন, এখন আমাদের প্রধান কাজ হলো ভুক্তভোগী ও তাদের পরিবারের পাশে থাকা। স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে।

বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে প্রায় ১৫ মাইল দূরের বাড়িগুলো কেঁপে ওঠে। এক নারী বলেন, আমি ভেবেছিলাম যুদ্ধ শুরু হয়েছে। মনে হয়েছিল ঘর ভেঙে পড়বে। অনেকে জানালার কাচ ভেঙে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন। 

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে মদ্যপান, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

তদন্তকারীরা কারখানার ভবন, মৃত ও নিখোঁজদের খোঁজ নিয়ে কাজ করছেন। স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষের তৎপরতায় আশা করা হচ্ছে, শিগগিরই বিস্তারিত তথ্য জানা যাবে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়