
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের লেক ইলাওয়ারা এলাকার বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকালে সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে। খবর এবিসি নিউজ ও রয়টার্সের।
স্থানীয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি রানওয়ে সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। পরবর্তীতে ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রকাশিত ছবিতে দেখা যায়, রানওয়ের ওপর ও আশপাশে বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। পুলিশের প্রাথমিক তথ্যমতে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে ক্রাইম সিন তৈরি করা হয়েছে, এবং তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে।
আরও পড়ুন<<>>চীনা পণ্যে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ঘটে। বিমানটি একটি প্রশিক্ষণ বা ব্যক্তিগত যাত্রার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বলে ধারণা করা হচ্ছে।
এফআরএনএসডব্লিউ পরিদর্শক অ্যান্ড্রু বারবার বলেছেন, দুর্ঘটনার সময় বিমানবন্দরে স্থানীয় গ্রামীণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রশিক্ষণে ছিল। তারা কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়।
তবে, বিমানটির জ্বালানির কারণে আগুন পুরো বিমানটিকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলায় যাত্রীদের বাঁচার কোনো সম্ভাবনা ছিল না বলেও জানান তিনি। এ ঘটনায় অন্য কেউ আহতের খবর পাওয়া যায়নি। ফলে ধারণা করা হচ্ছে বিমানটিতে তিনজন আরোহীই ছিলেন।
পুলিশ দুর্ঘটনাস্থলটি ঘিরে রেখেছে এবং নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।