Apan Desh | আপন দেশ

‘বাবার জন্য ভয় হয়’, বলেছিল গাজায় নিহত সাংবাদিক আনাসের শিশুকন্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ১১ আগস্ট ২০২৫

‘বাবার জন্য ভয় হয়’, বলেছিল গাজায় নিহত সাংবাদিক আনাসের শিশুকন্যা

নিজের শিশুসন্তানদের সঙ্গে নিহত আনাস আল-শরিফ

ফিলিস্তিনের গাজা উপত্যাকায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আল জাজিরার পাঁচজন সাংবাদিক। এর মধ্যে একজন ছিলেন আনাস আল-শরিফ। মর্মান্তিক এ হত্যাকাণ্ডের পর আনাসের শিশুকন্যার একটি ভিডিও ফের উঠে এসেছে অনলাইনে।

গত ১৬ জুন আনাসের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা ওই ক্লিপটিতে তার ৪ বছর বয়সি কন্যা শামকে উত্তর গাজা উপত্যকা থেকে কথা বলতে দেখা যায়। পোস্টটির ক্যাপশন লেখা হয়, গাজায় যুদ্ধের ৬২০ দিন পর বিশ্বের কাছে আমার ছোট্ট শাম আনাস আল-শরিফের বার্তা: এ ছোট্ট হৃদয় কীভাবে এ ভারি বোঝা বহন করবে!

ভিডিওতে, শামকে বলতে শোনা যায়, আমি উত্তর গাজা উপত্যকার শিশু শাম আনাস আল-শরিফ। আমার বয়স ৪ বছর। আমি যুদ্ধের মধ্য দিয়ে বেঁচে আছি। দখলদাররা আমাদের ওপর বোমাবর্ষণ করেছে। বাড়িঘরে বোমা মেরেছে। নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করতে চান না। আমি যদি আবার জাবালিয়ায় আমাদের বাড়িতে ফিরে যেতে পারতাম।

আরওপড়ুন<<>>ভারতে ২শ ব্যক্তির ধর্ষণের শিকার ১২ বছরের বাংলাদেশি শিশু!

নিহত আনাস কন্যাকে আরও বলতে শোনা যায়, দখলদাররা আমাদের বাড়িতে বোমা মেরে দাদাকে হত্যা করেছে। আমি বিশ্বের শিশুদের মতো বাঁচতে চাই। দখলদাররা আমাদের ওপর বোমা হামলা অব্যাহত রেখেছে।

যুদ্ধের অবসান চেয়ে শাম আরও বলেছিল, আমরা ক্লান্ত। আমরা খাবার চাই, মুরগি চাই। আমরা মাংস চাই, পানি চাই। আমরা সবকিছু চাই। বোমা হামলার কারণে আমি আমার বাবার জন্য ভীত। আমরা যুদ্ধ বন্ধ চাই। আমরা বিশ্বকে আহবান জানাই, যুদ্ধ বন্ধ করুন।

উল্লেখ্য, রোববার (১০ আগস্ট) রাতে গাজার আল-শিফা হাসপাতালের বাইরে ইসরাইলি বিমান হামলায় আল জাজিরার পাঁচজন সাংবাদিক নিহত হন। তাদের মধ্যে ছিলেন গাজার বিশিষ্ট সংবাদদাতা আনাস আল-শরিফ এবং মোহাম্মদ ক্রিকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোমেন আলিওয়া এবং মোহাম্মদ নওফেল।

নিহতদের মধ্যে ফ্রিল্যান্স প্রতিবেদক মোহাম্মদ আল-খালদিও ছিলেন। এ হামলায় আরও তিনজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানায় রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়