ছবি : সংগৃহীত
ইরানে গণবিক্ষোভ দমনে প্রাণঘাতী সহিংসতার প্রেক্ষাপটে দেশটির সেনাবাহিনী রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করার আহবান জানিয়েছে ইতালি।
সোমবার (২৬ জানুয়ারি) ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ প্রস্তাব উত্থাপন করবেন।
তিনি বলেন, অন্যান্য অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এ উদ্যোগ নেয়া হবে।
আরও পড়ুন <<>> পাকিস্তানে সতর্কতা জারি
তাজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিলেন, বিক্ষোভ চলাকালে বেসামরিক জনগণের যে প্রাণহানি হয়েছে, তা স্পষ্ট ও কঠোর প্রতিক্রিয়ার দাবি রাখে।
এছাড়া তিনি উল্লেখ করেন, বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতি প্রতিক্রিয়া জানানোর প্রয়োজনীয়তা তৈরি করেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































