Apan Desh | আপন দেশ

মারা গেছেন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে সহায়তা করা সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫০, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:০৩, ২৫ জানুয়ারি ২০২৬

মারা গেছেন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে সহায়তা করা সাংবাদিক

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। তিনি নয়াদিল্লিতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

রোববার (২৫ জানুয়ারি) বিবিসি হিন্দি তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

মার্ক টালি ১৯৬৪ সালে বিবিসিতে যোগ দেন। ১৯৬৫ সালে তিনি ভারতের দিল্লিতে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে খবর সংগ্রহের কাজ করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এপ্রিলের শেষ সপ্তাহে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রবেশ করেন। পাকিস্তানি সরকার বাংলাদেশের জন্য মাত্র দুইজন সাংবাদিককে দেশের ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছিল। যার মধ্যে মার্ক টালিও ছিলেন। ওই সফরে তিনি ঢাকা থেকে সড়ক পথে রাজশাহী ভ্রমণ করেছিলেন।

আরও পড়ুন <<>> কানাডার ওপর শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জন্য বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেয়া হয়।

বিবিসি থেকে অবসর নেয়ার পর মার্ক টালি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ চালিয়ে গেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়