Apan Desh | আপন দেশ

কী আছে মাহমুদুর রহমান মান্নার কপালে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:১৪, ২০ জানুয়ারি ২০২৬

কী আছে মাহমুদুর রহমান মান্নার কপালে

ছবি: আপন দেশ

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি এবং দলের যুগ্ম আন্দোলনকারী মাহমুদুর রহমান মান্না বিএনপির সঙ্গে আসন সমঝোতার আওতায় প্রার্থী হলেও, সে আসনে বিএনপির নিজস্ব প্রার্থীও রয়েছেন। শিবগঞ্জ উপজেলা কেন্দ্র করে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মীর শাহে আলম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, আমার আসনে বিএনপির প্রার্থী রয়ে গেছে। এখন কোনো সমাধানের পথ নেই। তারা তাদের প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, আমাকে ‘ইগনোর’ করেছে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে, মান্না ও মীর শাহে আলম ছাড়াও আরও পাঁচজন এ আসনে প্রার্থী হিসাবে রিটার্নিং অফিসারে তথ্য দিয়েছেন।

চূড়ান্ত বৈধ প্রার্থীদের মধ্যে অন্যরা হলেন: জামায়াতে ইসলামীর আবু কালাম শাহাদাতুজ্জামান, জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন, গণঅধিকার পরিষদের সেলিম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু।

বগুড়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন, বগুড়া-২ আসনে শাহে আলম বিএনপি থেকে একাই প্রার্থী। তাই তাকে নতুন করে দলীয় প্রত্যয়নপত্রের প্রয়োজন নেই। একাধিক প্রার্থী থাকলে একজনকে বাদ দিতে দলীয় প্রত্যয়নপত্র লাগে।

গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে ১০ নেতার তালিকা প্রকাশ করে আসন সমঝোতার ঘোষণা দিয়েছিলেন। সে তালিকায় বগুড়া-৬ আসনের জন্য মান্নার নামও ছিল।

মান্না বলেন, আমি জানতাম, সমঝোতার ভিত্তিতে বগুড়া-২ আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন।

এ বিষয়ে বিএনপির মহাসচিব এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান সঙ্গে যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন <<>> জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

এর আগে ঋণ খেলাপি থাকায় মান্না বগুড়া-২ আসনে প্রার্থী হওয়ার পথে বাধার মুখে পড়েন। বিষয়টি হাই কোর্ট পর্যন্ত গড়ায়। পরে ঋণ পুনঃতফসিলের মাধ্যমে উচ্চ আদালতের আদেশে তার প্রার্থী হওয়ার পথ খোলে। তবে ২ জানুয়ারি স্বাক্ষর জটিলতার কারণে মনোনয়নপত্র বাতিল হয়। পরবর্তীতে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পান।

এ সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে দলীয় মনোনয়ন দেয়া হয়। ফলে ভোটারদের মধ্যে আশঙ্কা ছিল, ভবিষ্যতে তাকে প্রত্যাহার করে মান্নাকে সমর্থন দেয়া হতে পারে। কিন্তু মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা হয়নি।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম বলেন, বগুড়া-২ আসনে চূড়ান্তভাবে মীর শাহে আলমই বিএনপির প্রার্থী। বুধবার সকাল ১০টায় তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হবে, ইনশাআল্লাহ।

মীর শাহে আলম নিজেও বলেছেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। জোটকে কেন দেয়া হলো না, তা দলই বলতে পারবে। দলকে বিজয়ী করতে যা যা প্রয়োজন তা করবো।

এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান ঢাকা-১৮ আসনেও প্রার্থী।

বিকেলে নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবীর হাসান জানান, নির্বাচনে নাগরিক ঐক্যের চূড়ান্তভাবে ১১ জন প্রার্থী লড়বেন। মান্না ছাড়া অন্য প্রার্থীরা হলেন, রংপুর-৫ আসনে মোফাখখারুল ইসলাম নবাব; জামালপুর-৪ আসনে মো. কবীর হাসান; সিরাজগঞ্জ-১ আসনে মো. নাজমুস সাকিব; পাবনা-৪ আসনে শাহনাজ রানু; চট্টগ্রাম-৯ আসনে স্বপন মজুমদার; চাঁদপুর-২ আসনে এনামুল হক; কুড়িগ্রাম-২ আসনে আব্দুস সালাম; রাজশাহী-২ আসনে মোহাম্মদ সামছুল আলম; এবং লক্ষ্মীপুর-২ আসনে মোহাম্মদ রেজাউল করিম।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ভাঙল সব রেকর্ড জামায়াতের ১০ দলীয় জোটে কে পেল কত আসন মানুষের কল্যাণে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই: তারেক রহমান এনসিপিসহ চার দলকে ইসির সতর্কবার্তা নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমাদেরই একাংশ সুষ্ঠু নির্বাচন চায় না : পররাষ্ট্র উপদেষ্টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল গাজায় তুরস্ক-কাতারের সেনাদের কোনো স্থান নেই : নেতানিয়াহু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন বৈশাখী ভাতায় বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমীর আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছাল ১ অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ